Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 4 September 2023
  • অন্যান্য

কিশোরগঞ্জে অকালে ঘাটক ট্রাক কেড়ে নিল দুটি প্রাণ

Google News

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকের চাকার পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মটর সাইকেল আরোহী ।

 

সোমবার, ৪ সেপ্টেম্বর সকল ১০টার দিকে করিমগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

জানা যায়, নিহত দুইজনের মধ্যে হাবিবুর রহমান হাশেম (৪৪) ইটনা ‍উপজেলার কমলভোগ এলাকার হাজী মো. সমির উদ্দিনের ছেলে। তিনি চৌগাঙ্গা পুরান বাজার কামিল মাদ্রাসার শিক্ষক ও সম্রাট (৪০) তাড়াইল উপজেলার কাজলা এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক।

করিমগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আরিফুল হক সাংবাদিকদের জানান, চৌগাঙ্গা পুরান বাজার কামিল মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান হাশেম ভাড়ায় মোটরসাইকেল চালক সম্রাটকে নিয়ে করিমগঞ্জ সুবহানিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার ডিউটি করতে আসছিলেন। তাদের মোটরসাইকেলটি করিমগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় আসলে করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ২২-৩৮৫৮) তাদের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে চাপা দিলে তারা দু’জনই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলে এর চালক পালিয়ে যায়।

এদিকে নিহত মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান হাশেমর ভাই হেলাল উদ্দিন জানান তারা এনিয়ে কোন মামলা করতে আগ্রহী নন।

দুর্ঘটনার পরপরই করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় ও পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।