Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 26 February 2024
  • অন্যান্য

কিশোরগঞ্জের ইটনায় ১০(দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Google News

কিশোরগঞ্জের ইটনায় ১০ কেজি গাঁজাসহ মোছা. সোনালী আক্তার নামে এক নারী মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

২৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক সোনালী আক্তার ঠাকুরগাঁও জেলার ভুল্লী উপজেলার দেবীপুর (দালালপাড়া) এলাকার মৃত শামছুদ্দিনের মেয়ে।

ওই বাজারের ব্যবসায়ী মঞ্জিল মিয়া জানান, ব্যাগসহ সোনালী আক্তারকে দেখে সন্দেহ হলে তার ব্যাগ খুলে গাঁজা পাওয়া পায়। পরে তাকে আটক করে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে সোনালীকে থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী।