লক্ষ্মীপুরে জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য রুহুল আমিন ভুইঁয়া বলেছেন, ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণে কাউছারের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। শত সহস্র দুঃসাহসিক কাউছারদের আত্মত্যাগের কারনেই বাংলাদেশের মানুষ নতুন ভাবে স্বাধীন হয়েছে।
লক্ষ্মীপুর জেলাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কাউছার হোসেন বিজয়ের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন ভুইঁয়া জেলা জামায়াতের পক্ষ হতে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং কাউছারের পিতাকে আর্থিক অনুদান প্রদান করেন পরবর্তীতে গৃহনির্মাণেও সহায়তার আশ্বাস প্রদান করেন।
জামায়াত নেতৃবৃন্দকে কাছে পেয়ে কাউছারের পিতা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কাউছারের খুনিদের বিচার দাবী করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সদর উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হোসেন, চন্দ্রগন্জ থানা কর্মপরিষদ সদস্য তাওসীফ হাসনাইন ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন সেক্রেটারি জাহিদ হোসাইন, কাউছারের সহপাঠী ও স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।