Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 23 January 2024
  • অন্যান্য

কাউখালীতে দুইটি বেকারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Google News

পিরোজপুরের কাউখালীতে দুইটি বেকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায় ২১ জানুয়ারী(রবিবার) শহরের দক্ষিণ বন্দরের রামিন বেকারীকে (সাবেক আল-আমিন বেকারী), অস্বাস্থ্য পরিবেশে খাবার উৎপাদন করায় =২০০০/-(দুই হাজার) টাকা, এবং উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ বেকারীকে,ক্ষতিকারক অ্যামোনিয়া পাওয়ায় =১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান। তিনি বলেন অ্যামোনিয়া মানব দেহের জন্য ক্ষতিকর। এটি ব্যবহারে মানুষের চোখ,স্নায়ু এবং কিডনির যথেষ্ট ক্ষতি হয়। আমরা খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রিতকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখবো। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর এস এম. ইলিয়াস উদ্দিন ও কাউখালী থানা পুলিশের একটি দল।