Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 28 February 2024
  • অন্যান্য

কাউকে বাদ দিয়ে নয় খুলনা বিভাগীয় জোটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Google News

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের ‘কাউকে বাদ দিয়ে নয়’ খুলনা বিভাগীয় জোটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খুলনা হোম পলিটেকনিক ইনস্টিটিউট সেন্টারে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের প্রকল্প সন্মনয়কারী ইসতিয়াক মাহামুদ, প্রকল্প কর্মকর্তা ইসমাইল হোসেন, খুলনা বিভাগীয় সন্ময়কারী মানিক দাস, বন্ধু সোসাল ওয়েলফেয়ার সোসাইটি খুলনা সন্ময়কারী নজরুল ইসলাম, ওয়েফ ফাউন্ডেশনের খুলনা সন্ময়কারী খালিদ হাসান, এলএনওবির সহ সভাপতি মারিয়া ভূইয়া মীরা, বিডিইআরএম এর কেন্দ্রীয় সভাপতি বিভৃতোষ রায়, এলএনওবির সদস্য এ্যাডফোকেট জান্নাতুল ফেরদৌস সুচনা, এ্যাডফোকেট অশোক সাহা, সালমা জাহান, পাখি দত্ত, শাহাজান নান্নু, আবুল কালাম আজাদ, সুব্রত মিস্ত্রিসহ অন্যরা।