নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের কদমতলা যুব ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
১২ ডিসেম্বর রোজ মঙ্গলবার কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণে সংগঠনের সহ-সভাপতি ইরাফ হোসেন মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফেরদৌস হোসেন বিশ্বাস সাবেক চেয়ারম্যান ১১ নং পেড়লী ইউনিয়ন, আলহাজ্ব কিবরিয়া হোসেন,আলহাজ্ব মোকতেল হোসেন,স্বপন হোসেন, আলহাজ্ব গোলাম সারোয়ার প্রাক্তন সেনা সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম সহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সে সময় গ্রামের দুঃস্ত দারিদ্র অসহায় শীতার্তদের মাঝে একে একে শীতবস্ত্র ও দুপুরের খাবার বিতরন করা হয়। সুবিধাভোগি শীতার্ত জনগন জানান যুব ফাউন্ডেশনের এমন উদ্যোগের কারনে আমরা এই শীতের কষ্ট থেকে বাচতে পারবো তাই তাদের জন্য আমরা মন খুলে দোয়া করি তারা যেনো সারাজীবন এভাবে মানুষের উপকার করতে পারে।