বরগুনার আমতলীতে মাইক্রোবাসের ধাক্কায় আলেয়া (৫২) নামের এক বৃদ্ধা নারী নিহত।
বরিশাল – কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে মাইক্রোবাসের ধাক্কায় আলেয়া (৫২) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে নিহত আলেয়ার বাসার ওপর পাশে রাস্তার কুকুয়া ইউনিয়ন ভূমি অফিসের ওযু করতে এসেছিলেন। ওযু শেষে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার স্বীকার হন। নিহত আলেয়া বেগম কুকুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব চুনাখালি গ্রামের মৃত নব মিয়ার স্ত্রী।
ঘটনাস্থলে থাকা গ্রাম পুলিশ মো: নাজমুল ইসলাম রিপন বলেন, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। আমরা অনেকেই মহিষকাটা বাসস্ট্যান্ড থেকে ইজি বাইক চালকদের কাছ থেকে শুনে ঘটনাস্থলে উপস্থিত হই। এখানে উপস্থিত হয়ে অনেক লোকজনের ভিড় দেখতে পাই পরে নিহতের পরিচয় জানতে পারি।
নিহত আলেয়া বেগমের ছোট ভাই আব্দুল কালাম মোল্লা বলেন, প্রত্যক্ষদর্শী না থাকায় আমরা গাড়ি বা গাড়ির ড্রাইভার কাউকেই সনাক্ত করতে পারিনি।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেন।