Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 19 August 2023
  • অন্যান্য

এসএসসি ২০০০ ব্যাচ চট্টগ্রাম কর্তৃক বন্যার্তেদের মাঝে খাদ্য সহায়তা দান

Google News

সারা বাংলাদেশে বিভিন্ন ব্যাচ ভিত্তিক সংগঠনগুলো আজ মিলনমেলা করে, আনন্দ উল্লাস করে যখন সময় কাটাতে ব্যস্ত, ঠিক তখন এসএসসি ২০০০ব্যাচ চট্টগ্রাম এবং এসএসসি ২০০০ ব্যাচ,সাতকানিয়া ও লোহাগাড়ার বন্ধুরা ঐসকল গেট টুগেদারের আনন্দ উল্লাসের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ করে অনন্য নজির স্থাপন করেছে।

১৮ই আগষ্ট, ২০২৩ খৃ. শুক্রবার বিকেলে সাতকানিয়া ও লোহাগড়ার বিভিন্ন এলাকার পানি বন্দী অসহায় ও মানবেতর জীবনযাপন করা মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। সাতকানিয়া সরকারি কলেজ প্রাঙ্গনে এবং সিটি সেন্টারের সামনে পাঁচ শতাধিক বন্যার্তেদের মাঝে চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ ও তিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের মধ্যে চট্টগ্রাম থেকে উপস্থিত ছিলেন মো. ইয়াকুব আলী, মো. হেলাল শিকদার, মো. শফিউল আজম চৌধুরী, মো. হুমায়ুন কবির, মো. সায়েম চৌধুরী, মো. রহমত আলী, মো. মিজানুর রহমান মো. পারভেজ মাহমুদ, মো. হোসেন রাশেদ প্রমুখ, সাতকানিয়ার বন্ধুদের মধ্যে ছিলেন মো. দেলোয়ার হোসাইন, মো. মোজাম্মেল হক, মো. নাজিম উদ্দীন, মো. সেলিম উদ্দীন, মো. ইলিয়াছ, মো. আব্দুল হালিম এবং লোহাগাড়ার বন্ধুদের মধ্যে মো. কায়সার হামীদ ও মো. দেলোয়ার হোসাইন প্রমুখ।

চট্টগ্রাম থেকে যোগদান করা এসএসসি ২০০০ ব্যাচে বন্ধু মো. শফিউল আজম চৌধুরীর সাথে কথা বলে তার অনুভুতি ও মতামত জানতে চাইলে তিনি বলেন, ” এই ধরণের সামাজিক ও মানবিক কাজে যে সব বন্ধুরা আর্থিক, শারিরীক ও বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদান করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি বন্ধুদের এই ধরণের সহযোগিতা সকল সামাজিক ও মানবিক কাজে সব সময় অব্যহত থাকবে।
তিনি তার বক্তব্যে সাতকানিয়া ও লোহাগাড়ার বন্ধুদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সবকিছু সুন্দর ভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম থেকে যাওয়া এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য।

কুলিয়ারচরে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার