নড়াইলে ঐতিহ্যবাহী চিত্রা নদীতে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর শনিবার।
আজ বুধবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে নড়াইল জেলার ঐতিহ্যবাহী চিত্রা নদীতে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতান নৌকা বাইচ অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৪ অক্টোবর শনিবার দুপুর দুইটায় নৌকাবাইচ প্রতিযোগিতা হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাস্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক +রাজস্ব) মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, জেলা সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির সদস্য বৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।