নওগাঁর বদলগাছিতে এনজিও কর্মকর্তা পরিচয়ে অভিনব কায়দায় গৃহবধূর ৬০হাজার টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগী ঐ গৃহবধূর উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকগোপিনাথ গ্রামের লিটনের স্ত্রী শিল্পী বেগম ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোবরচাঁপা আশা এনজিওর গোবরচাঁপা হাট শাখা থেকে ৬০হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি যাওয়ার পথে গোবরচাঁপা কলকুটি এলাকায় ফতেহ দরগার সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রেজানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে৩টার দিকে বদলগাছি উপজেলার মথুরাপুর ইউপির কলকুটি -পঁচার মোড় সড়কে ফতেহ দরগা নামক স্থানে চার্জার ভ্যানকে পথরোধ
করে দূর্বৃত্ত্বরা। এসময় ভ্যানগাড়িতে থাকা যাত্রীদের দৃর্বত্ত্বরা আশা এনজিওর এরিয়া ম্যানেজার পরিচয় দিয়ে গৃহবধূ শিল্পীর কাছে ঋণের টাকা বেশি এসেছে বলে টাকা গণনা করতে চায়। এসময় গৃহবধূর স্বামী টাকা অফিসে গিয়ে গণনা করার কথা বললে তারা চড়াও হয়।
বাধ্য হয়ে গৃহবধূ তার ব্যাগ
থেকে টাকা বের করে এনজিওর কর্মকর্তা পরিচয় দানকারীকে দেয়। দূর্বৃত্ত্বরা গৃহবধূর ৬০হাজার টাকা হাতে নেয়। এসময় এনজিওর পাশ বই নিয়ে চক্রের এক সদস্য তথ্য যাচাই করেন। এনজিওর কর্মকর্তার পরিচয়দানকারী অজ্ঞাত ব্যাক্তিরা গৃহবধূ ও তার স্বামীকে এনজিওর
অফিসে আশার কথা বলে টাকা নিয়ে দুটি মোটর সাইকেল যোগে তারা ৩জন দ্রুত চলে যায়।
দূর্বৃত্ত্বরা টাকা নিয়ে চলে যাবার পর অফিসের মাঠকর্মী কে ফোন করে জানতে পারেন গৃহবধূর টাকা নিয়ে যাওয়া
ব্যাক্তিরা অফিসের কেউ নয়। এসময় ভুক্তভোগী স্বামী স্ত্রী এনজিওর মাঠকর্মীর কথা শোনার পর অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান বলেন, ‘
ঘটনাটি শুনেছি,সেখানে পুলিশ গেছে।সত্যতা পেলে, ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।