Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 12 October 2023
  • অন্যান্য

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

Google News

দিনাজপুরের খানসামায় জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃশাহরিয়ার জামান শাহ নিপুণের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠান ও আলোচনাসভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মনজুরুল হক।

এ সময় কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, সুধীবৃন্দ ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

dsk tv