Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 2 October 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

প্রতীকী ছবি

Google News

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে অতিষ্ঠ হয়ে কাসেম আলী (৪৫) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ রোববার উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাপা মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কাসেম আলী বিভিন্ন মানুষ ও প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করেছিলো। ঋণের সুদ ঠিক মতো পরিশোধ না করতে পারায় পাওনাদাররা অনেক চাপ প্রয়োগ করতো। এই নিয়ে পরিবারের মাঝেও চরম অশান্তি সৃষ্টি হয়। পরে ঋণ পরিশোধে ব্যর্থ তিনি আত্মহত্যা করেন।

পরিবারের বরাত দিয়ে চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি বাবু বলেন, ‘অনেক টাকা ঋণ ছিল কাসেম আলীর। সম্প্রতি স্ত্রীর জমি বিক্রি করে ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ করেছেন। এরপর আরও সাত লাখ টাকা ঋণ ছিল তাঁর। এসব টাকা পরিশোধের কোনো উপায় না পেয়ে তিনি এ কাজ করেছে বলে পরিবারের ধারণা।’ তিনি আরও বলেন, ‘জুয়া খেলায় আসক্ত ছিলেন কাসেম আলী। আবাদি জমি দেখিয়ে টাকা নিয়ে জুয়া খেলে এসব ধার-দেনা করেছেন তিনি। পাওনাদের চাপে তিনি এ পথ বেছে নিয়েছেন।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের লোকজন বলছে, ধার-দেনা পরিশোধে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।’