Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 24 October 2023
  • অন্যান্য

উপকূলের মোংলা সমুদ্র বন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত

বাগেরহাট সংবাদদাতা
October 24, 2023 8:27 am । ১৪৭ জন

Google News

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ একটানা ৫০ থেকে ৬০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে।

নিম্নচাপের প্রভাবে সোমবার (২৩ অক্টোবর) ভোর থেকে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে উপকূলে বয়ে যাচ্ছে হালকা-মাঝারি ঝোড়ো বাতাসও। এদিকে এ নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ হারুন অর রশিদ বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিগন্যাল বাড়লে সেই সঙ্গে বাড়বে বৃষ্টি-বাতাসও। আপাতত ১ নম্বর সিগন্যাল জারি রয়েছে, এর ফলে উপকূলের আকাশ মেঘলা রয়েছে।