ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে খিলপাড়া পুলিশ উপকেন্দ্রের সদস্যরা।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি বাজারে ১ লা আগষ্ট (মঙ্গলবার) রাতে স্কুল রোডের হোটেল থেকে এক মাদক ব্যবসায়ীকে ৫০পিস ইয়াবা সহ আটক করেছে চাটখিল থানার খিলপাড়া পুলিশ উপকেন্দ্র। আটককৃত আনোয়ার হোসেন রাজন(৩৭) সোনাইমুড়ী উপজেলাধীন দেউটি ইউনিয়নের বানিপুর আজিব বেপারী বাড়ীর মোশাররফ হোসেনের ছেলে।
চাটখিল থানার খিলপাড়া পুলিশ উপকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কামরুজ্জামান জানান, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজন কে আটক করে চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে বুধবার দুপুরে রাজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।