কিশোরগঞ্জের অষ্টগ্রামে ছাত্রীদেরকে ইভ-টিজিং এর প্রতিবাদ করায় স্কুলশিক্ষক মো. টুটন মিয়া (২৪), পিতা- মৃত রশিদ মিয়া, সাং- অষ্টগ্রাম ফকির হাটি, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জকে কুপিয়ে হত্যাচেষ্টা ও মারপিটে গুরুতর আঘাতপ্রাপ্ত করার ঘটনায় অভিযুক্ত বখাটে মো. ঝুটন মিয়া (২২)কে সাঁড়াশি অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকা হতে অদ্য ০৩-০৮-২০২৩ খ্রি. বিকাল ৩টা ৩০ মিনিটে অষ্টগ্রাম থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. ঝুটন মিয়া (২২) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলাপাড়া এলাকার মো. পলাশ মিয়ার ছেলে।
গত ০১-০৮-২০২৩ খ্রিস্টাব্দে অষ্টগ্রামের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক এবং একটি কোচিং সেন্টারের শিক্ষক মো. টুটন মিয়া (২৪) তার কোচিং সেন্টারের ছাত্রীদেরকে যাওয়া-আসার পথে উত্যক্ত করার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে মো. ঝুটন মিয়া (২২) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা ও মারপিটে গুরুতর আঘাতপ্রাপ্ত করে স্কুলশিক্ষক মো. টুটন মিয়া (২৪)কে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় স্কুলশিক্ষক মো. টুটন মিয়া (২৪) এর বড় ভাই মো. জাকির হোসেন (৩৭) বাদী হয়ে অষ্টগ্রাম থানায় বখাটে মো. ঝুটন মিয়া (২২)এর বিরুদ্ধে একটি মামলা (মামলা নং- ০১, তারিখ- ০৩-০৮-২০২৩ খ্রি. ধারা- 323/326/307/506 The Penel Code-1860) দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয় এসআই (নিরস্ত্র) নিপুন মজুমদারকে।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর তত্ত্বাবধানে গঠিত অষ্টগ্রাম থানার একটি চৌকস টিম তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) নিপুন মজুমদারের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বখাটে মো. ঝুটন মিয়া (২২)কে গ্রেফতার করে। আসামী বখাটে মো. ঝুটন মিয়া (২২)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অত্র মামলার সংঘটিত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করেছে পুলিশের কাছে৷