দিনাজপুরের খানসামায় দুই সন্তানের জননী মাজেদা বেগম (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
মাজেদা বেগম উপজেলার ভাবকী ইউনিয়নের দরর্গারডাঙ্গা (আদর্শ গ্রাম) গ্রামের মো. রহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। রাতে আশ্রয়নের ঘরের বারান্দার গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, মেয়েটির গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে থানায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩৬।