Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 26 February 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আলমগীরের তৈরি বিমান নজর কেড়েছে সকলের

Google News

আলমগীর নিজেই তৈরী করেছে বিমান। আলমগীরের তৈরি বিমান ৩০ মিনিট ধরে ১ কিলোমিটার উপরে উড়াতে পাড়ার সক্ষম।

তিনি খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের ভান্ডার দহ গ্রামের পিতা:আব্দুল মজিদ ও মাতা:জাহানারা বেগম এর ছোট ছেলে।

হোসেনপুর ডিগ্রি কলেজ থেকে পড়াশুনা করেছেন আলমগীর। স্বপ্ন ছিল প্রকৌশল হওয়ার।

পরিবারের আর্থিক সমস্যার কারণে পড়াশুনা ছেড়ে দিয়ে আলমগীর কৃষি কাজ করে ।কৃষি কাজ করার পাশাপাশি নিজের চিন্তা ভাবনা ছিল কিছু তৈরি করার সে নিজের উপার্জিত টাকা দিয়ে বিমান তৈরির চেষ্টা করেছেন বার বার।

বিমান তৈরি করা দেখে অন্য নতুন কিছু তৈরি করার এক প্রশ্নের উত্তরে আলমগীর বলেন: আমি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেছি বিমান তৈরি করার। অনেক বার ব্যার্থ হয়েছি ।এই বার সফল হয়েছি ।ভালো কোনো প্রযুক্তি নেই আমার কাছে ।যদি একটা ‘ল্যাপটপ ‘ থাকতো তাহলে বিমানের মত নিত্য নতুন কিছু তৈরি করতে পারবো সহজেই।

আলমগীরের তৈরি বিমান দেখার জন্য দূর দূরান্ত থেকে আসতেছে মানুষ ।গ্রাম বাংলার মানুষ আকাশে উড়ানো বিমান কাছে থেকে দেখে সকলেই আলমগীরের প্রশংসা করেন।