Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 5 June 2024
  • অন্যান্য

আমরা গাজা যুদ্ধ বন্ধ করব: ট্রাম্প

ডেক্স রিপোর্ট
June 5, 2024 9:10 am । ৭২ জন
পুনরায় নির্বাচিত হলে গাজা যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করবেন তিনি। শনিবার রাতে নিউ জার্সিতে একটি ক্রীড়া প্রতিযোগিতার আসরে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) এর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ট্রাম্প।

Google News

খাবিব বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী এবং অন্যতম জনপ্রিয় একজন মুসলিম ক্রীড়াবিদ।

 

রাশিয়ান এই ইউএফসি চ্যাম্পিয়ন ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, ‘আমি জানি আপনি প্যালেস্টাইনে চলা এই যুদ্ধ বন্ধ করবেন।’

 

এর জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এটা বন্ধ করব। আমি এটা নিশ্চিত করব।’

 

তবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া দৌড়ে বাইডেনের চেয়ে সামান্য এগিয়ে থাকা ট্রাম্পকেও প্যালেস্টিনিয়ানদের বন্ধু হিসেবে কখনওই বিবেচনা করা হয়নি। তিনি চলমান যুদ্ধের বেশিরভাগ সময় জুড়েই হাজার হাজার প্যালেস্টিনিয়ানের মৃত্যুর চেয়ে ইযরায়েলের পরাজয় নিয়েই বেশি চিন্তিত ছিলেন। তিনি প্রায়ই অ্যামেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্যালেস্টিনিয়ানদের সমর্থনে এবং যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমালোচনাও করেছেন।

 

রিপাবলিকান ভোটারদের প্রতি ১০ জনের মধ্যে ৫ জনের বেশি ব্যক্তি গাজায় সহিংসতা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের পক্ষে অ্যামেরিকার পদক্ষেপ নেয়াকে সমর্থন করেন। ডেমোক্র্যাট ভোটারদের মধ্যেও শতকরা ৮৩ জন এই ধরণের ধারণাকে সমর্থন করেন।

 

প্যালেস্টাইনের গাজায় ইযরায়েল যে যুদ্ধ শুরু করেছেন তা বন্ধে এখন পর্যন্ত কোন কার্যকর ভূমিকা রাখতে পারেননি প্রেসিডেন্ট জো বাইডেন। এই কারণেই নির্বাচনের আগ মুহূর্তে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসে বাইডেনের চেয়ে কিছুটা এগিয়ে গেলেন ট্রাম্প।