বরগুনার আমতলীতে হরতালের কোন প্রভাব নেই, বিএনপি জামাতের নেতা কর্মীদের রাজ পথে দেখা যায়নি । প্রতিদিনের মত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা সরকারী অফিস আদালত খোল ছিলো। অভ্যান্তরীন সকল সড়কে যানবাহন চলাচল করছে।
বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকা সাকাল সন্ধ্যা হরতালের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি।
এদিকে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে । আমতলী একেস্কুল চৌরাস্তায় দায়িত্ব এক পুলিশ সদস্য জানান, হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। গণপরিবহনসহ সবকিছুই চলছে। আমরা সতর্ক অবস্থায় আছি।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্ছ সতর্ক অবস্থায় আছে। জনগনের জালমালের ক্ষতি সাধনের চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবেনা। কঠোরহস্তে দমন করা হবে।