খতিব ও ইমামদের উদ্দেশ্য ইব্রাহিম এমপি বলেন, আপনারা জুম্মা ও ওয়াক্ত নামাজের সময় সাম্প্রতিক সময়ে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, সামাজিক অবক্ষয় ও সচেতনতা মূলক ওয়াজ নসিহতমুলক আলোচনা করে সমাজকে আদর্শ সমাজ গঠন করার জন্য অনুরোধ করছি – এমন মন্তব্য করেছেন সংসদীয় আসন ২৬৮, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার জেলা অডিটোরিয়ামে ১৭ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১০টায় চাটখিল উপজেলাধীন সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, কলেজ, মাদরাসা এর অধ্যক্ষ, উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক, সাংবাদিক ও ইউপি সচিব, ধর্মীয় ব্যাক্তিত্ব এবং সুশিল সমাজের প্রতিনিধি গনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা সুবর্ণা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকিব ওসমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান কর্মকর্তা খন্দকার মোস্তাক আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, , চাটখিল মুক্তি যোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আবদুল ওহাব ডিগ্রি কলেজ অধ্যক্ষ জামাল উদ্দিন, কাউন্সিলদের পক্ষ থেকে মজিবুর রহমান নান্টু, উপজেলার সকল চেয়ারম্যান বৃন্দ, প্রেসক্লাবের সভাপতি সোয়েব হোসেন ভুলু, সাংবাদিক ফোরাম এর সভাপতি আবু তৈয়ব ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন।
আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ইউপি সদস্য বৃন্দ।