Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 20 August 2023
  • অন্যান্য

অভয়নগর থানা পুলিশের অভিযানে বিবিধ মামলায় গ্রেফতার-১১

ছবিঃ প্রতিনিধি

Google News

যশোর অভয়নগর থানা পুলিশের অভিযানে বিবিধ মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ, জনাব এবিএম মেহেদী মাসুদের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে আটক করতে সক্ষম হয়েছে ।

গ্রেফতারকৃত আসামীরা হল সোহেল সরদার (২৫) পিতা- মোজাফ্ফর সরদার, মিন্টু @ লিন্টু (৩৫) পিতা-শুকুর আলী, উভয় গ্রাম- দেয়াপাড়া, থানা- অভয়নগর, জেলা- যশোরকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ, পল্লী বিদ্যুতের লোকের রুপ ধারণ করিয়া প্রতারণা পূর্বক টাকা আত্মসাৎসহ বৈদ্যুতিক খুটি ও তার চুরি করাসহ চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে আসামী- রনি বিশ্বাস (২৫) পিতা- মোঃ শাহিদুল বিশ্বাস, মাতা- রেজিনা বেগম, গ্রাম- কোটা, থানা-অভয়নগর, জেলা-যশোরকে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মামলা রুজু হয় ।

পুরাতন মামলার আসামী এলাহী মোল্ল্যা ২৮), পিতা- মুনসুর মোল্ল্যা, গ্রাম- বাঘুটিয়া, গ্রেফতারী ওয়ারেন্ট
সি আর-১৮২/২৩ মূলে আসামী মোঃ আলাউদ্দীন (৪০), পিতা-মোঃ নওশের আলী শেখ, গ্রাম- মধ্যপুর, সি.আর সাজা -১৮৬/২২ মূলে আসামী মোঃ রমজান আলী প্রোঃ মেসার্স রমজান ট্রেডার্স, পিতা-ইব্রাহিম মোল্যা , গ্রাম- প্রেমবাগ পোঃ- চেঙ্গুটিয়া , এস.সি- ২৬৫/২২ মূলে আসামী মোঃ সাইফুল ইসলাম, পিতা- মৃত হান্নান মোড়ল, সাং- বৌ-বাজার ড্রাইভারপাড়া, জিআর- ১৫৬/২০ মূলে আসামী মোঃ শহিদুল ইসলাম গাজী, পিতা- মৃত ইয়াছিন গাজী, সাং- মশুরহাটি, জিআর-২২/১৭ মূলে আসামী মোঃ রাশেদুল ইসলাম, পিতা- নিয়ামত আলী, সাং- নওয়াপাড়া স্টেশন বাজার রেলবস্তি, জিআর- ২৪/১৯ মূলে আসামী মোঃ আব্দুর রহিম, পিতা- মৃত মনির উদ্দিন, সাং- নওয়াপাড়া ধোপাদী মোড়, সর্ব থানা- অভয়নগর, জেলা- যশোর। জিআর-৩১০/১৪ মূলে আসামী আলাউদ্দিন গাজী, পিতা- মৃত শামছুর গাজী, সাং- অন্তাবুনিয়া বাজার, থানা- কয়রা, জেলা- খুলনাদেরকে গ্রেফতার পূর্বক সর্বমোট ১১ জন আসামীদেরকে বিচারের নিমিত্তে ইং- ২০/০৮/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।