Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 21 February 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন লেবার পার্টি বাংলাদেশ

Google News

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে অভয়নগরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, লেবার পার্টি বাংলাদেশ নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড শাাখার নেতা কর্মীরা।

মঙ্গলবার পায়ে হেটে রাত ১২টা ১ মিনিটে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে লেবারপার্টি বাংলাদেশের পক্ষে ৭নং ওয়ার্ড নেতা মোঃ আলম সরদার এর নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন লেবারপার্টি বাংলাদেশের ৭ নং ওয়ার্ডের মোঃ ধলু মিয়া, মোঃ জলিল মোল্যা, নাসির মোল্যা,মোঃ আনোয়ার হোসেন,রেকাবুল ইসলাম,আরিফ হোসেন,মোঃ মুরাদ সরদার, সাগর মোড়ল,মোঃ শরিফুল, সাইদ মোল্যা, মোঃ রনি রাজ, প্রমুখ

সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান উদীয়মান তরুন প্রজন্মের উদ্দেশ্যে মোঃ আলম সরদার বলেন: ভাষা দিবস আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বাংলাভাষী মানুষ পাকিস্তানি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বহু ছাত্র ও সাধারণ মানুষ। তাদের ত্যাগ ও আত্মত্যাগের স্মরণে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি পালন করি। সকলকে ভাষার মাস সম্পর্কে জানতে হবে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।