Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 13 August 2023
  • অন্যান্য

অভয়নগরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত-২

যশোরের অভয়নগর থানার বসুন্দিয়া সংলগ্ন প্রেমবাগ শাহিদা ফিলিং স্টেশনের সামনে ১৩ তারিখ রোজ রবিবার ৩:০০ টার সময় যশোর খুলনা মহাসড়কে ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

ঘটনাস্থলে গিয়ে জানা যায়,যশোরগামী ডাল ভর্তি ট্রাকের সাথে নওয়াপাড়াগামী ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকে থাকা যাত্রী নিহত ২ জন ও ইজিবাইকের ড্রাইভার সহ আহত ৩ জন।নিহত দুই জনের মধ্যে একজন অজ্ঞাত এবং একজনের পরিচয় পাওয়া যায় তার নাম: সৈয়দ মোল্যা (৭০) শাখারীপাড়া,ঘুনী সদর,যশোর ।

স্থানীয় লোকজন ইজিবাইকের ড্রাইভার মোঃআলামিন খানসহ ও অন্যান্য আহত যাত্রীদেরকে চিকিৎসার জন্য বসুন্দিয়া মোড়ে হাই ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।পরে অভয়নগর থানার হাইওয়ে পুলিশ এসে নিহত ২ জনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন এবং ট্রাকসহ যার নাম্বার ( ঢাকা মেট্রো – ট ২২-৫৮১৯) ও ট্রাকের হেলপার মোঃ নয়ন কে আটক করে।দূর্ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার মোঃ মনিরুল ইসলাম, তালামারী,রাজশাহী, পলাতক।

স্থানীয় জনগণ ও বহিরাগত যাত্রী এবং ড্রাইভারদের অভিযোগ যশোর খুলনা মহাসড়কের রাস্তা এবড়ো-থেবড়ো,উচু- নিচু,হওয়ার কারণে প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা।