যশোরের অভয়নগর উপজেলা পরিষদের প্রস্তাবিত নতুন জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে ।
গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলী মশিউর রহমান, সহকারী প্রগ্রামার আহসান কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, স্থানীয় মুসল্লী নাঈমুল হাসান জনি, অ্যাড. জামসেদ আলী, আব্দুল খালেক, গাজী ওলিয়ার রহমান, মোল্যা মফিজ উদ্দিন, লিপু মোগল, আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ । লেআউট ও মাটি কাটার পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা হাসিবুর রহমান । প্রস্তাবিত নতুন দ্বিতল এ মসজিদ নির্মাণে আনুমানিক ২ কোটি টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রকৌশলীরা জানান । নির্মাণ কাজে সহযোগিতার জন্য- হিসাবের নাম উপজেলা পরিষদ জামে মসজিদ, হিসাব নং- ২৩২৪২০০০০১৪৮৩ সোনালী ব্যাংক, নওয়াপাড়া শাখা, অভয়নগর, যশোর । যোগাযোগ ০১৭৪৩- ৯২৯২৪৪ ।