আলোর দিশারি খ্যাত অনামিকা আজম ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদীয়া রেস্টুরেন্টে সোমবার (১৮ মার্চ) সংগঠনের সদস্যবৃন্দের উপস্থিতিতে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
বিকেলে সংগঠনের চেয়ারম্যান অনামিকা আজম তার পিতা বীর মুক্তিযোদ্ধা আলী আজম খোকার কবর জিয়ারত সহ তাহার রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়ার মধ্যে অনামিকা আজমের পরিবারের সদস্য ও তাহার দুই কন্যা ফিজা ও ফিহার জন্য দোয়া করা হয়।
উল্লেখ্যযে, ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজম করোনাকালীন সময় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় প্রতিবন্ধী ,পথশিশু, ও অনেক অসুস্থ রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান অব্যহত আছেন।
এসময় উপস্থিত ছিলেন হুমায়ন আকাশ, হৃদয় খান, নাঈম খান, নাহিদ নোমান, মারুফ, মহরম গাজী, মানিক হোসেন, হৃদয় আহমেদ , মনির হোসেন সোহেল প্রমূখ।